Sunday, December 25, 2016

Ranjana Ami Ar Asbo Na Lyrics - Anjan Dutta

শিরোনামঃ রঞ্জনা আমি আর আসবো না
কন্ঠঃ অঞ্জন দত্ত
এ্যালবামঃ শুনতে কি চাও  
 

পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্যপাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসবো না ।।

ধর্ম আমার আমি নিজে বেছে নেইনি
পদবিতে ছিলো না যে হাত
মসজিদে যেতে হয় তাই জোর করে যাই
বচ্ছরে দু'একবার ।।
বাংলায় সত্তর পাই আমি এক্সামে
ভালো লাগে খেতে ভাত মাছ
গাঁজা-সিগারেট আমি কোনটাই ছুঁইনা
পারিনা চড়তে কোন গাছ

চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না
পারবো না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না ।।

বুঝবো কি করে আমি তোমার ঐ মেঝ দাদা
শুধু যে তোমার দাদা নয়
আরো কত দাদাগিরি কব্জির কারিগরি
করে তার দিন কেটে যায়।।
তাও যদি বলতাম হিন্দুর ছেলে আমি
নিলু বিলু কিম্বা নিতাই
মিথ্যে কথা আমি বলতে যে পারিনা
ভ্যাবা ভ্যাবা ভ্যাবাচ্যাকা খাই

চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না
পারবো না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না ।।


সত্যিকারের প্রেম জানিনাতো কি সেটা
যাচ্ছে জমে হোম টাস্ক
লাগছে না ভালো আর মেট্রো-চ্যানেলটা
কান্না পাচ্ছে সারা রাত
হিন্দু কি জাপানী জানি না তো তুমি কি
জানে ঐ দাদাদের গ্যাং
সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি
পারবো না ছাড়তে এই ঠ্যাং

চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না
পারবো না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না ।।

Hajar Borsha Raat (Bristy Dekhe Onek Kedechi) By Souls

শিরোনামঃ হাজার বর্ষা রাত
ব্যান্ড : Souls  


বৃষ্টি দেখে অনেক কেঁদেছি
করেছি কতই আর্তনাদ,
দু:চোখের জলে ভাসাবো বলে
তোমাকে আজ কাঁদাবো বলে
মেঘের ডানায়;
পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত !!

দক্ষিণা বাতাসে তোমার
ভীরু দীর্ঘশ্বাস!
আঁধার ছড়াবে আমার
প্রিয় সর্বনাশ!
মেঘের ডানায়;
পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত !!

জানালার ওপাশে তোমার
দৃষ্টি বহুদূর
ছুঁয়েছে এ গান তোমায়
কান্নার সাত সুর
মেঘের ডানায়;
পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত !!

Sei Meyeti Amake Valobase Kina(সেই মেয়েটি) By Khalid Hasan Milu

শিরোনামঃ সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না
কন্ঠঃ খালিদ হাসান মিলু 


সেই মেয়েটি আমাকে ভালবাসে কিনা আমি জানিনা
যার মেঘ কালো চুল
ও ও.....
হরিণীর চোখ
ও ও....
কন্ঠটি গানের বীণা
হো...হো....

তার হাঁসি যেন
শিশিরের কণা
তার দৃষ্টি যেন
মায়াবী ছলণা ।।
তাকে না দেখে ও মনে হয়
সে আমার অনেক দিনের চেনা
হো,,,হো,,,

তার চরণ যেন
নুপুরের দোলা
তার হৃদয় যেন
বাতায়ন খোলা ।।
তাকে না পেয়েও মনে হয়
সে আমার ভালবাসা দিয়ে কেনা
হো,,,হো,,,

Bangladesh(বাংলাদেশ) By Azam Khan From The Album Bangladesh

শিরোনামঃ বাংলাদেশ
কন্ঠঃ আজম খান
অ্যালবামঃ বাংলাদেশ


রেললাইনের ঐ বস্তিতে
জন্মেছিল একটি ছেলে
মা তাঁর কাঁদে
ছেলেটি মরে গেছে
হায়রে হায় বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ(২)


কত আশা ছিল তাঁর জীবনে
সব স্মৃতি রেখে গেল মরণে(২)
মা তাঁর পাশে চেয়ে বসে আছে
হায়রে হায় বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ


কত মার অশ্রু আজ নয়নে
কে তা মুছাবে বা কেমনে(২)
যে চলে যায় সে কি ফিরে আসে
হায়রে হায় বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

Tuesday, December 13, 2016

Tumi Jano Na Re Priyo (তুমি জানো না রে প্রিয়) Lyrics

চলে গেলে আমায় ফেলে
কি আগুনে বক্ষে দিলে
একদিনও দেখিতে তুমি এলে না ।

তোমায় পেলে দুঃখের কুটিরে
দেখাইতাম বক্ষ চিড়ে
বুকের ব্যাথা মুখে বলা চলে না ।

তুমি জানো না ...
জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা ।

ফাল্গুন দোল পূর্ণিমায় মধুর মৃদু বায়ু বয়
ফুলবনে পুলকের আল্পনা
আবার মধুরও মাধবী রাতে বঁধুয়া তোমারি সাথে
করেছিলাম মধু নিশি যাপনা

কাষ্ঠ-যোগে দাবানল
জ্বালায় পোড়ায় বন জঙ্গল
মন পোড়ানোর আগুন বন্ধু তাহা নয়
কত বিরহীর অন্তর তলে
বিনা কাষ্ঠে আগুন জ্বলে
জলে গেলে আগুণ বন্ধু নিভে না ।

ওরে আমি খুঁজিয়া জনম জনম
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোমে
ওরে বহু খুঁজে না পাই বন্ধুর ঠিকানা
পাগল বিজয় বলে চিত্ত চোর
আসবে কি জীবনে মোর
বুকে রইলো আশা ভরা বাসনা।

তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি
তুমি বন্ধু আমায় ভালোবাসো না ।



Dilli Te Nizamuddin Auliya ( নিজামুদ্দিন আউলিয়া ) Lyrics

সওদাগর কয় মাননত করছি বড় পীরের মাজারে
কেমন করে দিবো চাদর নিজামের ওই মাজারে
নিজামের ওই মাজারে
রাস্তা থামায়ে দিলো কাফেলা
এলো দিল্লিতে নিজামউদ্দিন আওলিয়া
এলো দিল্লিতে নিজামউদ্দিন আওলিয়া

ধন্য ধন্য মেরা ধন্য ধন্য চিশতী সিলসিলা
এলো দিল্লিতে নিজামউদ্দিন আওলিয়া

বাগদাদে ছিলাম আমি মহাবুবের সুবহানি
দিল্লিতে হইলাম এসে মহাবুবের ইল্লাহি
হুজুরগন ধমক দিলো হুজুরগন ধমক দিলো
কাফেলা এলো দিল্লিতে নিজামউদ্দিন আওলিয়া

হাসানে কয় লালমিয়া ভাই কোন খবর পাইছনি
বালুর ঘাটে কে আসিলো ইজরাহ- ইলশা নিজামি
রাস্তা থামায়ে দিলো রাস্তা থামায়ে দিলো কাফেলা
এলো দিল্লিতে নিজামউদ্দিন আওলিয়া