Tuesday, December 13, 2016

Dilli Te Nizamuddin Auliya ( নিজামুদ্দিন আউলিয়া ) Lyrics

সওদাগর কয় মাননত করছি বড় পীরের মাজারে
কেমন করে দিবো চাদর নিজামের ওই মাজারে
নিজামের ওই মাজারে
রাস্তা থামায়ে দিলো কাফেলা
এলো দিল্লিতে নিজামউদ্দিন আওলিয়া
এলো দিল্লিতে নিজামউদ্দিন আওলিয়া

ধন্য ধন্য মেরা ধন্য ধন্য চিশতী সিলসিলা
এলো দিল্লিতে নিজামউদ্দিন আওলিয়া

বাগদাদে ছিলাম আমি মহাবুবের সুবহানি
দিল্লিতে হইলাম এসে মহাবুবের ইল্লাহি
হুজুরগন ধমক দিলো হুজুরগন ধমক দিলো
কাফেলা এলো দিল্লিতে নিজামউদ্দিন আওলিয়া

হাসানে কয় লালমিয়া ভাই কোন খবর পাইছনি
বালুর ঘাটে কে আসিলো ইজরাহ- ইলশা নিজামি
রাস্তা থামায়ে দিলো রাস্তা থামায়ে দিলো কাফেলা
এলো দিল্লিতে নিজামউদ্দিন আওলিয়া



No comments:

Post a Comment